EVM এর দোহাই দেওয়ার জন্য বৈঠক ! ফের ইন্ডি জোটকে কটাক্ষ করলেন শমীক ভট্টাচার্য

কি বললেন শমীক ভট্টাচার্য ?

author-image
Debjit Biswas
New Update
samik-2025-07-03-10-39-54

নিজস্ব সংবাদদাতা : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতাদের ৭ আগস্টের বৈঠককে এবার চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন,''ওদের দুটি এজেন্ডা রয়েছে: একটি হল, নির্বাচনের পর তারা বলবে যে এই পরাজয়ের মূল কারণ ইভিএম (EVM), আর দ্বিতীয়টি হল, সাম্প্রদায়িকতার কারণে মানুষ ভোট দিতে বের হতে পারেনি, তাই তারা হেরেছে। তাদের আলোচনা এই দুটি বিষয় নিয়েই হবে।"

samik_bhattacharya-17-sixteen_nine-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg