জেল থেকেই 'সক্রিয়' শাহজাহান, সন্দেশখালিতে ফের হুমকি?

চাঞ্চল্যকর অভিযোগ! জেল থেকেই সক্রিয় শেখ শাহজাহান। সন্দেশখালিতে ফের হুমকি অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে।

author-image
Jaita Chowdhury
New Update
dasd

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: জেল থেকেই 'সক্রিয়' শাহজাহান! বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সন্দেশখালিতে ফের হুমকি অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। দমদম জেলে বন্দি থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকি দিয়ে চলেছে। ন্যাজাট থানায় অভিযোগ দায়ের রবীন মণ্ডল নামে সরবেড়িয়ার বাসিন্দার। জমি সংক্রান্ত ব্যাপারে জেল থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। 

fsfdsd