/anm-bengali/media/media_files/2025/07/19/2024072188-scaled-2025-07-19-17-27-07.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শহিদ দিবসের ব্যবস্থা এই বছর জোরকদমে সারছে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন। আজ সকাল সকাল বিভিন্ন সীমান্তবর্তী থানা পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। একই সাথে বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন কোথায় রাখা হবে তাও স্থির করে দিয়েছেন তিনি।
জেলা অনুযায়ী গাড়ি পার্কিংয়ের স্থান -
পূর্ব/পশ্চিম মেদিনীপুর, হাওড়া: বঙ্গবাসী কলেজ মাঠ, গঙ্গাসাগর মেলা মাঠ, স্যান্ড রোড
বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, হুগলি: মৌলালি-মল্লিকবাজার, সিআইটি রোড, বিবি গাঙ্গুলি ক্রসিং
উত্তর কলকাতা, ব্যারাকপুর: শহিদ মিনার মাঠ ও আশপাশ
হাওড়া: সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত
উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বিধাননগর: শিয়ালদহ এলাকা, বিবি গাঙ্গুলি ক্রসিং
দক্ষিণ কলকাতা: ময়দান, YMCA, আউটট্রাম রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড
/filters:format(webp)/anm-bengali/media/media_files/knRClTKYw5rS9ItrrAH2.jpg)
এছাড়াও সিপি জানিয়েছেন, শহরের বিভিন্ন প্রান্তে থাকবে ১৮টি অ্যাম্বুলেন্স। মিছিলে ব্যবহৃত হবে বাঁশের গেট, ব্যারিকেড ও ভিউ কাটার। রাখা হবে জায়ান্ট স্ক্রিন। তিনটি কুইক রেসপন্স টিম থাকবে সভামঞ্চ সংলগ্ন এলাকায়। প্রতিটি মিছিলের প্রথম ও শেষ প্রান্তে থাকবে পুলিশ বাহিনী। বড় মিছিলে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। সভাস্থলের আশপাশে ১৪টি জোনে IPS স্তরের অফিসারদের নজরদারি থাকবে। শহরের মেট্রো স্টেশনগুলিতে মোতায়েন থাকবেন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us