/anm-bengali/media/media_files/VrnGzAKLsy4OfClQlAqG.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে আবার বাড়ছে করোনা সংক্রমণ। কলকাতাতেও বাড়ছে চিন্তা— নতুন করে শহরে আরও ২১ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের হদিস।
সিএমআরআই হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিনে অন্তত ১০ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে ৫ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
পিয়ারলেস হাসপাতালে জ্বর, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আশি ঊর্ধ্ব এক বৃদ্ধ। এদিকে, মণিপাল হাসপাতালে ৩ জন করোনা পজিটিভের মধ্যে একজন রয়েছেন ক্রিটিকাল কেয়ার ইউনিটে।
/anm-bengali/media/media_files/uVdLjlUkC8AJjw3K2af0.jpg)
এই পরিস্থিতিতে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্যের স্বাস্থ্য দফতর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে সমস্ত করোনা পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে। জানা গিয়েছে, সমস্ত নমুনা পাঠানো হবে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে। সেখানেই পরীক্ষা করে নির্ধারণ করা হবে, কোন প্রজাতির করোনা ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us