/anm-bengali/media/media_files/iKb7SlBIeeCCqq5msKgT.png)
নিজস্ব সংবাদদাতা: আবারও বন্ধ হতে চলেছে বিদ্যাসাগর সেতু। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে এই সেতু। কেবল এবং বিয়ারিং পরীক্ষা ও পরিষ্কার–পরিচর্যার কাজ করার জন্যই এই আট ঘণ্টার ব্লক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী অসংখ্য যাত্রী ও গাড়িচালকদের কাল অন্য রাস্তায় যেতে হবে। কোলাঘাট বা ডানকুনি দিক থেকে কলকাতাগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতু দিয়ে। অন্যদিকে, কলকাতা থেকে হাওড়াগামী সমস্ত গাড়ির জন্য চালু থাকবে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/01/second-brirge-2025-11-01-11-26-50.png)
কলকাতার দিক থেকে আসা বেশ কিছু গাড়িকে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে পাঠানো হবে বলে ট্র্যাফিক পুলিশ জানিয়েছে। এছাড়াও কিছু গাড়িকে নিয়ে যাওয়া হবে হাওড়া–আমতা রোড হয়ে জাতীয় সড়কে। ফলে শনিবার সকালে বড় ধরনের যানজটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না শহর পুলিশ।
অফিসযাত্রী, পরীক্ষার্থীদের আগেই রওনা দেওয়ার পরামর্শ দিয়েছে ট্র্যাফিক বিভাগ। সেতুর রক্ষণাবেক্ষণ না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে—তাই এই কাজ জরুরি বলেই দাবি কর্তৃপক্ষের। তবে আট ঘণ্টা বন্ধ থাকায় সাধারণ মানুষের যে ভোগান্তি হবে, তা বলাই বাহুল্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us