অভয়ার পরিবারের আবেদন খারিজ করে দিল শিয়ালদাহ কোর্ট

বুধবার সেই আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rg kar statue

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কলেজের ভিতরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাস্থল ঘুরে দেখার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল নিহত চিকিৎসকের পরিবার। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত।

এই মামলার শুনানিতে বিচারক অরিজিৎ মণ্ডল স্পষ্ট জানান, "এই মুহূর্তে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হলে সেটি প্যারালাল ইনভেস্টিগেশনের শামিল হবে। নিম্ন আদালতের পক্ষে এই আবেদন অনুমোদন করার অধিকার নেই"।

তিলোত্তমার পরিবারের আর্জিতে সিবিআই আপত্তি না জানালেও, রাজ্য এবং অভিযুক্ত পক্ষ কড়া আপত্তি তোলে। রাজ্যের যুক্তি ছিল, অভিযুক্তের বিচারপর্ব শেষ হয়ে যাওয়ার পরে এই ধরনের আবেদন আইনত গ্রহণযোগ্য নয়।

Rg Kar parents

তবে এক্ষেত্রে বিচারক বলেন, “আপনারা যদি ঘটনাস্থলে যান, তার পিছনে অবশ্যই কোনও উদ্দেশ্য আছে। এখন যেহেতু সিবিআই তদন্ত করছে, সেই অবস্থায় কোনও প্রাইভেট পার্টি বা নিরপেক্ষ ফরেনসিককে অনুমতি দেওয়া যায় না। আপনারা চাইলে উচ্চ আদালতে যেতে পারেন"। 

প্রসঙ্গত, গত বছর ৯ অগস্ট আরজি কর কলেজে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন হন জুনিয়র ডাক্তার। সেই ঘটনায় সিবিআই তদন্ত এখনও চলছে। এবারে সেই ঘটনার বর্ষপূর্তিতে, আগামী ৮ অগস্ট রাত ১২টায় ফের একবার পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, প্রকৃত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

তিলোত্তমার বাবা-মায়ের এই আবেদন খারিজ হলেও, তাঁদের লড়াই এখনও অব্যাহত। তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন কি না, এখন সেই দিকেই নজর সকলের।