রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলক ‘বাংলার মাটি, বাংলার জল’, নতুন নির্দেশিকা জারি শিক্ষা দফতর

সেই সিদ্ধান্ত স্কুল স্তরে বাধ্যতামূলক করা হল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mamata

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের সমস্ত স্কুলে প্রতিদিন ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে জারি হয়েছে নতুন নির্দেশিকা। বলা হয়েছে, প্রতিদিন সকালবেলার প্রার্থনা সভায় রাজ্য সঙ্গীত গাইতে হবে ছাত্রছাত্রীদের।

উল্লেখ্য, বছর দু’য়েক আগে থেকেই রাজ্য সরকারের সরকারি অনুষ্ঠানগুলির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে এই গান গাওয়ার নির্দেশ ছিল। এবার সেই সিদ্ধান্ত স্কুল স্তরে বাধ্যতামূলক করা হল।

শাসক দলের দাবি, বাঙালি সংস্কৃতি ও পরিচয়ের ঐতিহ্য রক্ষা। সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্য আরও দৃঢ় করা। ছাত্রছাত্রীদের মধ্যে একতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। 

school students.jpg

সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি পরিচয় নিয়ে একাধিক বক্তব্য রেখেছেন। দাবি তুলেছেন — বাংলার ঐতিহ্যকে আঘাত করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই শিক্ষা দফতরের নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।