BREAKING: এবার আরও বেশি ভিড় হবে ! ২১শে জুলাই নিয়ে আত্মবিশ্বাসী শশী পাঁজা

কি বললেন শশী পাঁজা ?

author-image
Debjit Biswas
New Update
21 july mamata banerjee

নিজস্ব সংবাদদাতা : ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষ্যে, তৃণমূল কংগ্রেসের মহাসভার প্রস্তুতি নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন,''প্রতি বছরের মতো এবারও কলকাতায় বিশাল ভিড় দেখা যাবে, হয়তো আগের চেয়েও বেশি। গতকাল, পরশু যেভাবে ভিড় হয়েছে,আর আজও বহু মানুষ এসে গেছেন।'' এরপর বিজেপিকে নিশানা করে তিনি বলেন,''ওরা ২১ জুলাই কেন বেছে নিল ? অন্য কোনও দিন করতে পারত। যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির পাল্টা কিছু করতে পারবে, তাহলে সেটা সম্পূর্ণ বৃথা চেষ্টা।”

sashi panja hjk.jpg