BREAKING: সদস্য না হয়েও বিধানসভা ভাঙচুরের নেতৃত্ব- মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা বিজেপি বিধায়কের!

আর কি বার্তা দিলেন বিজেপি বিধায়ক?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: আজ ফের উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গের বিধানসভা। মুখ্যমন্ত্রী ভাষণ দিতেই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের পাল্টা সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

"সদস্য না হয়েও বিধানসভা ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিলেন আপনি। ফিরহাদ হাকিম কি বলেছিলেন ভুলে গেলেন? হুমায়ুন, সিদ্দিকুল্লার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আপনার দলের বিধায়ক বলছেন আমরা ৭০ তোমরা ৩০, কেটে ভাসিয়ে দেব। বিরোধী দলনেতা অনুপস্থিত। খালি মাঠে খেলতে চান", পাল্টা মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। "এ ধরনের মন্তব্য করা যায় না", বিজেপি বিধায়ককে সতর্ক করলেন স্পিকার।

Sankar Ghosh hj.jpg