New Update
/anm-bengali/media/media_files/2025/01/20/OVQ0SIrBuPgW117n7FJW.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালতে। এদিন বিচারকের সাজা ঘোষণার পর আদালতে সঞ্জয়কে দেখা গেল কাঁদো কাঁদে মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে। সমানে বিড়বিড় করে কিছু বলতে থাকেন তিনি।
এদিন সোমবার দুপুর ২:৪৫ নাগাদ সাজা ঘোষণা করলেন বিচারক অনিবার্ণ দাস। বিচারক সাজা ঘোষণা করে সঞ্জয়ের উদ্দেশ্যে বলেন, আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে। বিচারক আরও বলেন, সঞ্জয় রায়য়ের অপরাধ ‘বিরলতম’ নয়। তাই তাকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছে আদালত। অবশেষে ঘটনার ১৬৪ দিন পর বিচার পেলেন আরজিকরের নির্যাতিতা চিকিৎসক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us