/anm-bengali/media/media_files/XuuS2aTIAIBIwO6gcw3D.png)
File Picture
নিজস্ব সংবাদদাত: শিয়ালদহ এসিজেএম আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় তালা থানার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজি কর প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের (পিসি) নির্দেশ দিয়েছে। আরজি কর ধর্ষণ ও খুনের ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দিকে দিকে দোষীদের শাস্তির দাবিতে পথে নামছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে গতকাল সিবিআই- ধর্ষণ ও খুনের প্রমান অভিযোগে মামলায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেছে সিবিআই। এই পরিস্থিতিতে এই মামলার মোড় কোন দিকে নেয় তাই এখন দেখার।
Sealdah ACJM ordered a CBI custody (PC) till 17 September for Tala Police Station incharge Abhijit Mondal and RG Kar former principal Dr Sandip Ghosh in connection with RG Kar rape and murder case.
— ANI (@ANI) September 15, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us