“বাংলায় ডেমোগ্রাফিক পরিবর্তন স্পষ্ট”—শমীকের অভিযোগে উত্তাল রাজনীতি

বাংলার সীমান্ত নিরাপত্তা, মানব পাচার, ডেমোগ্রাফিক পরিবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

author-image
Tamalika Chakraborty
New Update
shamik bhatt

নিজস্ব সংবাদদাতা:  পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ফের তীব্র আক্রমণ শানালেন রাজ্যের শাসকদলের উদ্দেশে। তাঁর দাবি, বিহার নির্বাচনে রাহুল গান্ধী যতই চেষ্টা করুন বা জলকল্লোল করে প্রচার করুন, ফল সবাই দেখেছেন। কিন্তু তাঁর মতে, এখন সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। কারণ ব্যাখ্যা করতে গিয়ে শমীক বলেন, বাংলার রয়েছে বাংলাদেশের সঙ্গে প্রায় ২,২০০ কিলোমিটার লম্বা সীমান্ত। এত বিশাল ও খোলা সীমান্তে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ এবং রাজ্য পুলিশের যৌথ তৎপরতা না থাকলে মানব পাচার থামানো সম্ভব নয়। পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত এবং সাধারণ মানুষের সচেতনতা।

samik-2025-07-03-10-39-54

বিজেপি সভাপতির অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার পরিবর্তনের একটি স্পষ্ট ছবি দেখা যাচ্ছে। তিনি সাফ জানান, কোনও শক্তিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার ক্ষমতায় আনতে পারবে না। তাঁর দাবি, বাংলার মানুষ ‘মহা জঙ্গলরাজ’ থেকে মুক্তি চাইছে এবং এবার তারই প্রতিফলন দেখা যাবে ভোটে।