আরজি কর ধর্ষণ ও খুন- রামবাম শকুন- ফের বিস্ফোরক কুণাল ঘোষ

ফের বিস্ফোরক ট্যুইট কুণাল ঘোষের।

author-image
Aniket
New Update
kunal ghj.jpg

File Picture



নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি। এবার ফের একবার বিস্ফোরক ট্যুইট করেছেন কুণাল ঘোষ।

kunal-ghosh

তিনি দাবি করেছেন, শকুনের রাজনীতি করছে বামরাম।

mamata abhishek 1

তিনি বলেছেন, "RGKar. আমরাও প্রতিবাদী। দোষী/দের ফাঁসি চাই। কিন্তু তৃণমূল ও বাংলার বিরুদ্ধে, শকুনের রাজনীতি বামরাম। জননেত্রী মমতা ব্যানার্জি এসব রুখতে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে"।

Adddd