/anm-bengali/media/media_files/zH9dFG8sewTocZG70tRp.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আরজি কর ধর্ষণ ও খুন নিয়ে প্ৰতিবাদ চলছে।
/anm-bengali/media/media_files/lp85oKcLJ1f8W1qaTNHg.jpeg)
রাতের প্রতিবাদ চলছেই। এবার নিজের 'ফ্রিডম অ্যাট মিডনাইট' অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে ট্যুইট করলেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/fVhVsiXLs2H582PY594p.jpeg)
তিনি ট্যুইট করে বলেছেন, "গত ১৪ অগাস্ট রাতে ১০ নম্বর ওয়ার্ডে 'ফ্রিডম অ্যাট মিডনাইট' অনুষ্ঠান। শ্যামবাজারে। পুরপিতা বাবলুদা, ছাত্রনেতা শুভাশিসদের আয়োজনে। প্রথমে আরজিকরে ধর্ষিত ও নিহতের জন্য নীরবতা পালন। সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। তারপর অনুষ্ঠান। অনেকদিন পর সামনাসামনি ইমনের সঙ্গে দেখা হল"।
গত 14 অগাস্ট রাতে 10 নম্বর ওয়ার্ডে 'ফ্রিডম অ্যাট মিডনাইট' অনুষ্ঠান। শ্যামবাজারে। পুরপিতা বাবলুদা, ছাত্রনেতা শুভাশিসদের আয়োজনে। প্রথমে আরজিকরে ধর্ষিত ও নিহতের জন্য নীরবতা পালন। সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। তারপর অনুষ্ঠান। অনেকদিন পর সামনাসামনি ইমনের সঙ্গে দেখা হল। pic.twitter.com/buInE8z1J8
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 21, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)