/anm-bengali/media/media_files/7qLIpC12dBNrVhkAlFce.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এই বিষয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "আমরা একে স্বাগত জানাই কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে এই জাতীয় ঘটনা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ব্যবস্থা নেননি। আরজি কর হাসপাতালে মেয়ে খুন হয়েছে, সিবিআই তদন্তই বলে দেবে এর সঙ্গে কারা জড়িত। কলকাতা পুলিশ ও সিআইডি এটা করতে পারে না। কারণ শুরুতেই পুলিশই মিথ্যা বলেছে। পুলিশ তার বাবা-মাকে ফোন করে জানায় যে এটি একটি আত্মহত্যা। সিবিআইয়ের উচিত অবিলম্বে সমস্ত প্রমাণ সংগ্রহ করা, কারণ তারা এতে হস্তক্ষেপ করতে পারে। এই জঘন্য অপরাধ কোনো এক ব্যক্তির কাজ ছিল না। জড়িত সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের নাম প্রকাশ্যে আসা উচিত।"
#WATCH | Kolkata, West Bengal: On Calcutta High Court ordering a CBI investigation into RG Kar Medical College and Hospital rape-murder incident, BJP leader Locket Chatterjee says, "A CBI inquiry has been ordered. We welcome this because we know that in all such incidents that… pic.twitter.com/C0cpAYTLJa
— ANI (@ANI) August 13, 2024
/anm-bengali/media/media_files/Iwz0N9SycvMCaoZy8ej1.jpg)
/anm-bengali/media/media_files/DgueFZ2gCPDPpXAjL8By.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us