রিমিক্স চণ্ডীপাঠ! হাসপাতাল থেকেই বিজেপিকে জবাব কুণালের

শহীদ মঞ্চে তৃণমূলের বিরুদ্ধে রিমিক্স চণ্ডীপাঠের অভিযোগ! শুভেন্দু অধিকারীর ট্যুইটের জবাব দিলেন কুণাল ঘোষ। অসুস্থ শরীরেই করলেন ট্যুইট। গোটা বঙ্গ বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি। সরাসরি নিশানা করেছেন দিলীপ ঘোষকে।

author-image
Pallabi Sanyal
New Update
111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ধর্মের রাজনীতি! ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ মঞ্চে আজান ও চণ্ডীপাঠের মিশ্রণে শ্লোক উচ্চারণকে কেন্দ্র করে বড় সড় একটি ট্যুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে কে রিমিক্স চণ্ডীপাঠের অধিকার দিয়েছে সেই বিষয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। ট্যুইট বার্তায় শ্লোক উচ্চারণকারীকে কটাক্ষ করে লিখেছিলেন, নিজেকে ধর্মনিরপেক্ষ বোঝাতে উঁচু কোনো জায়গা থেকে দাঁড়িয়ে চিৎকার করার দরকার হয় না। সেই ভিডিও ট্যুইট করে পাশাপাশি নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনের একটি ছবিও ট্যুইট করেছেন শুভেন্দু। এবার হাসপাতালের বেড থেকেই তার প্রত্যুত্তরে পাল্টা ট্যুইট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ভার্টিগোর সমস্যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই বঙ্গ বিজেপিকে দিলেন পাল্টা জবাব। ট্যুইট বার্তায় হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ করেন তিনি। লেখেন,  ''হিন্দু সংস্কৃতির স্বঘোষিত রক্ষক, নির্লজ্জভাবে হিন্দু ধর্মকে বারবার অপমান করে চলেছে। সরাসরি দিলীপ ঘোষকে ট্যাগ করে সুর চড়িয়ে তিনি বলেন, বিজেপির দিলিপ ঘোষ 
 আমাদের শ্রদ্ধেয় দেবতাদের প্রতি সম্পূর্ণ অসম্মান প্রদর্শন করেছে। দেবী দুর্গার বিরুদ্ধে তার অসম্মানজনক মন্তব্য বাংলা এবং সারাদেশের হিন্দুদের অনুভূতির প্রতি আঘাত হেনেছে।রাম নবমীর সময় যে চরম বিভ্রান্তি ঘটিয়েছিল তা ভুলে গেলে চলবে না। বিজেপি শুভ অনুষ্ঠানের পবিত্রতাকে কলঙ্কিত করে।''