/anm-bengali/media/media_files/n8ISFo8pne6k6SmZJZ0h.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ৬০তম বর্ষে পদার্পণ করল দক্ষিণ কলকাতা দুর্গোৎসব কমিটি, ঐক্যতান। এবছর তাঁদের পুজো থিম ‘সম্পর্ক’। ‘সম্পর্ক’ শব্দটি যতটা ছোটো, তার কাঁধে ভার তার চেয়ে অনেক বেশি। বর্তমানে মানুষ প্রতিনিয়ত দৌড়ে চলেছে, সাফল্যের লক্ষ্যে আজ প্রত্যেকে মশগুল। কিন্তু এই সবের মাঝে যে টুকরো টুকরো সম্পর্ক গুলোই দূরে সরে যাচ্ছে, তা বুঝতে পারছে না কেউই। সেই সম্পর্কের মানে বোঝাতেই ঐক্যতানের এই ছোট্ট প্রয়াস।
এখানে তারা মণ্ডপ জুড়ে কাক ও কোকিলের সম্পর্ক তুলে ধরেছে। যেখানে কাকের বাসায় ডিম পাড়ছে কোকিল। সেই কোকিলের সন্তানকে পরম যত্নে লালনপালন করছে কাক। আর একটা সময় যখন সে বড় হচ্ছে, উড়ে যাচ্ছে সেই কোকিলদের দলেই। কাক যানে যে সে তার সন্তান নয়, তবুও নিঃস্বার্থে পালন করে চলেছে নিজের দায়িত্ব। আর এই সুন্দর বার্তাকেই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ঐক্যতান দুর্গোৎসব কমিটি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/GxEBTM1GH9stblZQhnJD.jpg)
শিল্পীর ভাবনায় এই ভাবেই ফুটে উঠেছে সমগ্র মণ্ডপসজ্জা। বুধবার পুজো মণ্ডপটির শুভ উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর পুজো মণ্ডপ বাবদ ঐক্যতানের খরচ ৫০-৬০ লক্ষ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us