BREAKING: ফের "উই ওয়ান্ট জাস্টিস"! বিজেপির মিছিলে সেই রেখা পাত্র

কোথায় হচ্ছে এই মিছিল?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: রাসবিহারী থেকে কসবা ল কলেজ পর্যন্ত মিছিল বিজেপির। বিজেপি যুব মোর্চার "কসবা চলো" অভিযান জারি রয়েছে। মুষলধারে বৃষ্টির মধ্যেই চলছে মিছিল। সেখান থেকে ফের শোনা গেল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করা হচ্ছে। মিছিলে দেখা গেল সন্দেশখালি অভিযানের মুখ রেখা পাত্রকে। "আমাদের রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই বলে আজকে আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে", বললেন রেখা পাত্র।

rekha patro.JPG