/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা–সহ মোট ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
সূত্রের খবর, চার্জশিটে সিবিআই নতুন করে হাতে আসা বেশ কিছু অডিয়ো-ভিডিয়ো ক্লিপ এবং সম্প্রতি সংগৃহীত ভয়েস স্যাম্পল-এর উল্লেখ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শুরু করার জন্য তড়িঘড়ি এই চার্জশিট দাখিল করা হয়। প্রায় ৪০ পাতার এই নথিতে মামলার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/EE7V2JtuOvtMngq3miGj.jpg)
উল্লেখ্য, চলতি মাসেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা। সুপ্রিম কোর্ট ইডি মামলার মতো সিবিআই মামলাতেও একই শর্তে তাঁদের জামিন দিয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায় এখনও জেল থেকে মুক্ত নন, কারণ তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।
এদিকে, এসএসসি ইতিমধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপ সি-তে ২৯৮৯টি শূন্যপদ এবং গ্রুপ ডি-তে ৫৪৮৮টি শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us