সঠিক তদন্ত প্রয়োজন, দাবি কুণালের

'যাত্রী পরিষেবা, যাত্রী সুরক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kunal

File Picture

নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি এবার তদন্তের ইচ্ছা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, “আহমেদাবাদ বিমান দুর্ঘটনা একটি অত্যন্ত গুরুতর ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের শোক প্রকাশ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। এটি অত্যন্ত গুরুতর বিষয়। বিজেপির কেন্দ্রীয় সরকার ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। তারা যাত্রী পরিষেবা, যাত্রী সুরক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে। দুর্ঘটনা দুর্ঘটনাই কিন্তু এটিও খতিয়ে দেখা উচিত যে এটি কেন ঘটেছে। একটি সঠিক, সুষ্ঠু তদন্ত প্রয়োজন”।

kunal ghosh sad