পুজোর আগে চিন্তার ভাঁজ, সেপ্টেম্বরেই রয়েছে অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস

স্বাভাবিকের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rain on Durga Puja

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর মাসে আকাশ এখন একেবারে পরিপূর্ণ সাজে। নীল আকাশে তুলোর মতো সাদা মেঘ। তবে এই রূপই কি পুজোর দিনগুলিতে থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উৎসবের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মৌসম ভবনের হিসেব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে। অর্থাৎ বর্ষার শেষ মাসেও ভিজতে চলেছে বাংলা।

Rain on Durga Puja

পূর্বাভাস অনুযায়ী—

১-৪ সেপ্টেম্বর: ওড়িশা উপকূলে নিম্নচাপের প্রভাবে ওড়িশায় বেশি বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি।

৫-১১ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, তবে তেমন ভয়াবহ নয়।

১২-১৮ সেপ্টেম্বর (বিশ্বকর্মা পুজো সপ্তাহ): ওড়িশা-মধ্যভারত ও উত্তর ভারতে বৃষ্টি, দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি।

১৯-২৫ সেপ্টেম্বর (মহালয়ার সপ্তাহ): পূর্ব ভারতে বেশি বৃষ্টি। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও সিকিমে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস। ঠিক তখনই শেষ মুহূর্তের কেনাকাটা আর প্যান্ডেল সাজানোর কাজ তুঙ্গে, ফলে সমস্যায় পড়তে পারেন পুজো উদ্যোক্তারা।

এদিকে সোমবার সকাল থেকেই কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়েছে। দিন বাড়ার সাথে সাথে গরমও বেড়েছে মাত্রাতিরিক্ত হারে। আংশিক মেঘলা আকাশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ।