শহীদ দিবসের চেনা ছবি, বৃষ্টিস্নাত বাংলা, অপেক্ষা নেত্রীর

মাঝে মাঝেই কালো করে আসছে মেঘ, নামছে ভারী বৃষ্টি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
njhioi

File Picture

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘শহীদ দিবসে বৃষ্টি হবেই। কেননা সেটা বৃষ্টি নয়, ভগবানের আশীর্বাদ’। আর এই কথা মেনে চলেন তৃণমূলের কর্মী সমর্থকেরাও। তাই প্রতি বছরের মতো এবছরও দেখা গেল সেই চেনা ছবি। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আজ অর্থাৎ রবিবার দফায় দফায় বৃষ্টি হবে শহর কলকাতা জুড়ে। আর সেই ছবিই দেখা গেল এদিন। মাঝে মাঝেই কালো করে আসছে মেঘ, নামছে ভারী বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই ছাতা মাথায় দাঁড়িয়ে সভা স্থলে অপেক্ষা করছেন দলীয় কর্মীরা। সকলের একটাই কথা ‘নেত্রীর কথা শুনতে এসেছি আজ’। ফলে, ঝড়-বৃষ্টি মাথায় নিয়েই চলবে তাঁদের এই অপেক্ষা।

nujioul09

Adddd