পশ্চিমবঙ্গঃ আজ প্রবল বৃষ্টি, ভেসে যাবে সব! জারি সতর্কতা

বৃহস্পতিবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের ১০টি জেলায় প্রবল বৃষ্টি হবে।

author-image
Aniruddha Chakraborty
New Update
জ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃবৃহস্পতিবার অর্থাৎ আজ এবং শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করায় বৃহস্পতিবার অর্থাৎ আজ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।