নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। দুপুর ৩টে নাগাদ শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টির জেরে হাফ ছাড়ল কলকাতাবাসী। প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেল শহরবাসী। দীর্ঘদিন পরে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হচ্ছে বলে খবর।
/anm-bengali/media/media_files/pUFThtZEWG1K3cu01iXX.jpeg)