দমকা হাওয়া, ৫০-৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি আসছে বাংলায়! জারি কমলা সতর্কতা

রাজ্যে আজ হবে ঝড় এবং বৃষ্টি। দক্ষিণবঙ্গের ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তাই বাড়ি থেকে বেরোবেন না বিকেলের দিকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain mp

নিজস্ব সংবাদদাতা: কলকাতাসহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় বুধবার বিকেলে হতে পারে ঝড় এবং বৃষ্টি। এই নিয়ে এবার কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। কলকাতা ছাড়াও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। ঝড়ের (Storm) গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ১১টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।