/anm-bengali/media/media_files/OhyU2u3sSeXMEixAnfPJ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুতে নতুন নিম্নচাপের আগমনের খবর জানা গিয়েছিল আগেই। কিন্তু এর প্রভাবে কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে লক্ষ্মীবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। সপ্তাহান্তে ভাসতে পারে কলকাতা।
/anm-bengali/media/post_attachments/vpw97yNMXLAyKAyeCdaS.jpg?w=389)
জানা যাচ্ছে, সোম থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে জারি থাকবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত। দিনভর দফায় দফায় চলবে বৃষ্টি। বৃহস্পতিবারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণও বাড়বে। শুক্রবারও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সেদিনও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us