'মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে'! এ কী বললেন হেভিওয়েট BJP নেতা?

ভোটে বাংলায় যে হিংসা ও অশান্তি হয়েছে তার প্রতিবাদে আজ মিছিলে নেমেছে বিজেপি। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস এবং সিপিএমকে একসঙ্গে আক্রমণ করলেন রাহুল সিনহা।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata new.

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির মহামিছিল শুরু হয়েছে। মিছিলে অংশ নিলেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা রাহুল সিনহা। গতকাল বিজেপিকে লোকসভা নির্বাচনে পর্যুদস্ত করতে ২৬টি বিরোধী দলের জোট বৈঠক হয়েছে। এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। 

রাহুল সিনহা বলেন যে বৈঠকের পর সিপিএম আর কংগ্রেস মমতার সঙ্গে ভোজ খেয়েছে। সেই ভোজ এখনও হজম হয়নি। এবার কংগ্রেস আর সিপিএম ভাবছে তারা তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ করবে নাকি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবে। শেষে মমতা ব্যানার্জি জিন্দাবাদই তাদের বলতে হবে বলে দাবি করলেন রাহুল সিনহা।