New Update
/anm-bengali/media/media_files/H4AbU2qzdLsubcy98Djg.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিকেলের নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি উধাও। শ্যামবাজারের এসএফআই, ডিওয়াইএফআই- এর অবস্থান মঞ্চের কাছে রাখা ছিল ওই নির্যাতিতার প্রতীকী মূর্তি। রাজনৈতিক অভিসন্ধিতে ওই মূর্তি সরানোর অভিযোগ। শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে ডিওয়াইএফআই। বামেদের অভিযোগ, মঞ্চ উঠে যাওয়ার পর ছিল সেই মূর্তি। তবে শনিবার থেকে উধাও ফুটপাতে রাখা ওই প্রতীকী মূর্তি। শ্যামবাজারে বাম ছাত্র-যুব সংগঠনের ধরনা অবস্থান চলেছিল ৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
তদন্ত শুরু হয়েছে। তবে এই উধাও রহস্যের সমাধান এখনও করতে পারেনি পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us