New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে আর জি কর মামলার শুনানি। অনেকদিন আগে সেটা কার্য করা হয়েছিল ২৭ সেপ্টেম্বর। পরে সেটা পিছিয়ে করা হয় ৩০ তারিখ।
এই নিয়ে রীতিমত প্রশ্ন শুরু হয়েছিল। এবার পথে নামছে সাধারণ মানুষ। তাদের দাবি। Justice delayed is justice denied, তাই সুপ্রিম কোর্টের শুনানির আগে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় পাড়ায় সবাই থাকছে একসাথে। উৎসবে নয়, প্রতিবাদে। বিচারের দাবিতে রাজপথ থেকে অলিগলি/ বাংলার গ্রাম-গঞ্জ, শহরের প্রতিটি পাড়ায় উঠুক প্রতিবাদের স্বর, জাস্টিস ফর RGKar।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us