New Update

নিজস্ব সংবাদদাতা: এক সপ্তাহ হল আর জি করের নির্যাতিতার মৃত্যুর। তবে এখনও প্রতিবাদের আগুনে জ্বলছে গোটা দেশ। পরিবার ভুলতে পারছে না সেই সন্ত্রস্ত মুহূর্তগুলো।
এর মধ্যেই মৃত ডাক্তারের হাতের লেখা একটি প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্পষ্ট হরফে লেখা রয়েছে মৃত ডাক্তারের নাম।
/anm-bengali/media/media_files/nWMDxaGRCqnDROfvTKOa.jpg)
এই ছবিটি যিনি শেয়ার করেছেন ফেসবুকে তিনি এটাও লিখেছেন যে এই দুর্মূল্যের বাজারে যেখানে অন্যান্য ডাক্তারদের ফি ন্যূনতম ৫০০-১০০০ টাকা, সেখানে নাকি মাত্র ২৫০ টাকায় রোগী দেখতেন আর জি করের এই মহিলা ডাক্তার। শুধু তাই নয়, তার হাতের লেখার প্রশংসাও করছে সবাই।
(তথ্য ও ছবি: ফেসবুক)
/anm-bengali/media/media_files/2YEXzv1mthha1gNMRELy.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us