মাত্র ২৫০ টাকা ফি, হাতের লেখাও সুন্দর! ভাইরাল আর জি করের মৃত ডাক্তারের লেখা প্রেসক্রিপশন

প্রেসক্রিপশনের ছবি দেখে মানুষ বলছে আমরা হারালাম গরিবের পাশে দাঁড়ানো মেধাবী ডাক্তারকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
1723534230_rg-kar-tto

নিজস্ব সংবাদদাতা: এক সপ্তাহ হল আর জি করের নির্যাতিতার মৃত্যুর। তবে এখনও প্রতিবাদের আগুনে জ্বলছে গোটা দেশ। পরিবার ভুলতে পারছে না সেই সন্ত্রস্ত মুহূর্তগুলো। 

andhra doctor

এর মধ্যেই মৃত ডাক্তারের হাতের লেখা একটি প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্পষ্ট হরফে লেখা রয়েছে মৃত ডাক্তারের নাম। 

prescrip

এই ছবিটি যিনি শেয়ার করেছেন ফেসবুকে তিনি এটাও লিখেছেন যে এই দুর্মূল্যের বাজারে যেখানে অন্যান্য ডাক্তারদের ফি ন্যূনতম ৫০০-১০০০ টাকা, সেখানে নাকি মাত্র ২৫০ টাকায় রোগী দেখতেন আর জি করের এই মহিলা ডাক্তার। শুধু তাই নয়, তার হাতের লেখার প্রশংসাও করছে সবাই।

(তথ্য ও ছবি: ফেসবুক)

rapegirlnew