/anm-bengali/media/media_files/2025/09/03/ac-local-2025-09-03-23-40-55.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শহরতলি থেকে কলকাতা যাতায়াতে প্রতিদিনই প্রবল ভিড় সামলাতে হয় নিত্যযাত্রীদের। পুজোর আগে সেই চাপ আরও বাড়বে বলেই আশঙ্কা। তাই যাত্রীদের সুবিধার জন্য লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি নতুন লোকাল চালু হচ্ছে। এর মধ্যে চারটি এসি লোকাল এবং দুটি সাধারণ লোকাল রয়েছে।
কোন কোন রুটে এসি লোকাল চলবে?
১ রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ রুটে দু’টি এসি লোকাল।
২ শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে দু’টি এসি লোকাল।
এসব ট্রেন রবিবার বাদে সপ্তাহের বাকি দিন চলবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/28/local-trains-2025-06-28-11-21-25.jpg)
সময়সূচি
১) ৩৩৭৬২ রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল: রানাঘাট সকাল ৭:১১ → শিয়ালদহ ৯:৩৭।
২) শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল: শিয়ালদহ সন্ধ্যা ৬:১৪ → রানাঘাট রাত ৮:৪১।
৩) ৩১৮৪৫ শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল: শিয়ালদহ সকাল ৯:৪৫ → কৃষ্ণনগর দুপুর ১২:০৭।
৪) ৩১৮৪৬ কৃষ্ণনগর-শিয়ালদহ এসি লোকাল: কৃষ্ণনগর দুপুর ১:৩০ → শিয়ালদহ ৩:৪০।
নতুন লোকাল ট্রেন
১) ৩৩৩৩১ বারাসত-হাসনাবাদ লোকাল: বারাসত দুপুর ১২:১৫ → হাসনাবাদ ১:৩৮।
২) ৩৩৩২৬ হাসনাবাদ-বারাসত লোকাল: হাসনাবাদ দুপুর ২:৩৩ → বারাসত ৩:৫৭।
রেল কর্তৃপক্ষের আশা, এই নতুন ট্রেন পরিষেবার ফলে নিত্যযাত্রীদের ভিড় কিছুটা হলেও কমবে এবং পুজোর মরশুমে যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us