/anm-bengali/media/media_files/1000069635.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোর মরশুমের আগে রাজ্যের ক্লাবগুলোর জন্য বড়সড় সুখবর। একধাক্কায় ২৫ হাজার টাকা বাড়িয়ে ক্লাব প্রতি অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর এই অনুদান ছিল ৮৫ হাজার টাকা। বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পুজো সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অনুদান ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। বাংলায় এমন কোনও পুজো নেই যা হয় না। ঘরে ঘরে পুজো হয়। এই উৎসব বহু মানুষের রোজগারের সঙ্গে জড়িত। তাই এই অনুদান গুরুত্বপূর্ণ”।
তিনি আরও বলেন, “পাড়ার ছেলেমেয়েরা নিজেদের ঘরের কাজ ছেড়ে সমাজের জন্য, এলাকার জন্য পুজোর কাজে সময় দেন। এই পুজো আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য”।
/anm-bengali/media/post_attachments/754e3c23-d29.png)
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ৫ অক্টোবর হবে দুর্গাপুজোর কার্নিভাল, তিনদিন ধরে চলবে বিসর্জন। এই সময়ে পুলিশকে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রাখা, মোবাইল পেট্রলিং, ওয়াচ টাওয়ার বসানো এবং ফেরিঘাট-বাসস্ট্যান্ডে নজরদারির নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী পরিবহন দফতরকে নির্দেশ দেন, পুজোর সময়ে বেশি সংখ্যায় সরকারি গাড়ি চালানোর ব্যবস্থা করতে হবে। মেট্রো ও লোকাল ট্রেনের সময়সীমা বাড়ানো নিয়েও উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। সেই সঙ্গে হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, রাজ্যে এবছর ৪৫,০০০-এরও বেশি পুজো হচ্ছে। সব ক্লাবের কথা ভেবেই অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে রাজ্যজুড়ে দুর্গাপুজোর আয়োজনে উৎসাহ আরও বেড়েছে, বলেই মনে করছেন পুজো উদ্যোক্তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us