"আমরা যে উস্কানিতে নাচব এমনটা নয়"- মুখ্যমন্ত্রীর 'উস্কানি'র দাবিকে নস্যাৎ করলেন আন্দোলনকারী শিক্ষক

আর কি পাল্টা দাবি শিক্ষকের?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata36

নিজস্ব সংবাদদাতা: বিকাশ ভবন কাণ্ডে প্রথমবারের মতো মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন যে আন্দোলনরত শিক্ষকদের উস্কানি দিচ্ছে তারাই যারা তাদের চাকরি কেড়ে নিয়েছে। তিনি লক্ষণরেখার কথাও স্মরণ করিয়ে দেন আন্দোলনকারীদের যাতে তারা রাস্তা অবরোধ করে এভাবে বিক্ষোভ প্রদর্শন না করে।

মুখ্যমন্ত্রীর এই দাবির পর আন্দোলনকারী এক শিক্ষক পাল্টা বলেন, "উস্কানি কেউ দিতেই পারে তবে আমরা যে সেই উস্কানিতে নাচব এমনটা নয়। লক্ষণরেখা সম্পর্কে আমরা দেখেছি যে আমাদের কতটা যাওয়া উচিত। তার বেশি যাওয়া উচিত নয়"। তারা যে এই আন্দোলোনে যাকে তাকে ঢুকতে দেবেন না সেটাও সাফ জানিয়ে দিলেন। 

Jobless Teachers Protest, Scuffle With Police At Bikash Bhawan; TMC Leader  Gheraoed