Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: ফের কলকাতার রাজপথে রাত জেগে জনগর্জন। মশাল জ্বালিয়ে চলছে প্রতিবাদ। রাজপথের নাগরিক সমাজ। অন্যদিকে শ্যামবাজারে হাজির নিহত আর জি করের চিকিৎসকের পরিবার।
"মশাল দাবানলে পরিণত হলে বিচার পাব। আমরা বিচার ছিনিয়ে আনবো", বললেন নির্যাতিতার দাদা। "অপরাধী ধরা পড়া দেখলে বুকের পাথর সরবে। একটা ফোন আমাদের জীবনটা বদলে দিয়েছে। যতদিন না বিচার পাই আপনারা এভাবেই লড়াই চালিয়ে যান। প্রতিবাদকে থামতে দেবেন না, আমরা বিচার চাই", বললেন নির্যাতিতার কাকিমা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us