DA Protest: যন্তর মন্তরে ধর্নায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের আগুন যে ক্রমশ ছড়িয়ে পড়ছে, তা স্পষ্ট। কলকাতা থেকে এবার সেই আঁচ পৌঁছাবে দিল্লিতে। শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন এবার হবে দিল্লিতে।

author-image
Aniruddha Chakraborty
New Update
aac

DA Protest

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের আগুন যে ক্রমশ ছড়িয়ে পড়ছে, তা স্পষ্ট। কলকাতা থেকে এবার সেই আঁচ পৌঁছাবে দিল্লিতে। শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন এবার হবে দিল্লিতে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অনুমতি মিলেছে ইতিমধ্যেই। সব ঠিক থাকলে আগামী ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। জানা গিয়েছে, ৫০০ জনের বেশি আন্দোলনকারী ধর্নায় অংশ নিতে পারবেন না। এছাড়াও কয়েকটি শর্ত দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সূত্রে খবর, ১১ এপ্রিল আবার ডিএ মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। ফলে ধর্নায় বসলেও আদালতের রায়ের দিকে নজর থাকবে আন্দোলনকারীদের।