হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরি, সঙ্গে সঙ্গে উদ্ধার করল পুলিশ

কোথা থেকে পাওয়া গেল তাকে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-18 at 3.13.08 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনা ঘটে। তবে এই চুরির ঘটনা সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের উত্তর কাশিপুর গ্রাম থেকে খোয়া যাওয়া শিশু পুত্রকে উদ্ধার করল কলকাতা পুলিশ। একই সঙ্গে যে যুবতী ওই শিশু পুত্রকে নিয়ে গা ঢাকা দিয়েছিল তার সঙ্গে আরো একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সোমবার রাতেই উত্তর কাশিপুর থানার পক্ষ থেকে ফুলবাগান থানার অফিসারদের উপস্থিতিতে শিশুটির মা-বাবার কাছে কলকাতা পুলিশ ফিরিয়ে দিয়েছে শিশুটিকে। নির্দিষ্ট ধারায় শিশু চুরির অপরাধে ধৃত ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার ধৃত ২ মহিলাকে আদালতে হাজির করবে পুলিশ। এই শিশু চুরির চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানা। সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার বিকেলে।

baby horror