বিকাশ ভবনের কর্মীদের বাইরে বের করতেই.... আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশি লাঠিচার্জ নিয়ে কী বললেন এডিজি জাভেজ শামিম

বিকাশ ভবনের কর্মীদের বাইরে বের করতেই আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের ওপরে লাঠিচার্জ করে পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
javed shamim   m

নিজস্ব সংবাদদাতা: বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে এডিজি জাভেদ শামিম সংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের সময় প্রটোকল মানা হয়েছিল। কিন্তু কেন নিরস্ত্র আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জ করা হল, এই প্রসঙ্গে তিনি বলেন,  "চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর আমরা সহানুভূতিশীল। আমরা মনে করি তাঁদের মানুষ গড়ার কারিগর। তাই তাঁদের বিক্ষোভে আমরা কোনও হস্তক্ষেপ করতে চাইনি। চাকরি হারানোটা অনেক বড় ঘটনা। সেই কারণেই আমরা নিজেদের এই আন্দোলনে প্রথম থেকে সংযত রেখেছি। এমনকী, আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা যখন বিকাশ ভবনের গেট ভেঙে ফেলেন, বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করেন, তখনও পুলিশ সংযত ছিল। আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বিকাশ ভবনের কর্মীদের বাইরে বের করতে নূন্যতম যে বলপ্রয়োগ করতে হয়েছিল। কারণ তাঁদেরও অধিকার রয়েছে। তাঁদের মধ্যে অনেকেই অনেক দূর থেকে বিকাশ ভবনে কাজ করতে আসেন। তাঁদের বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা আটকে রাখার চেষ্টা করেছিলেন। এতে বিকাশ ভবনের কর্মীদের অধিকার লঙ্ঘন হচ্ছে। সেই কারণেই বিকাশ ভবনের কর্মীদের বাইরে বের করতে যতটুকু লাঠিচার্জের প্রয়োজন, আমরা ততটুকু করেছি। এখনও তো বিকাশ ভবনের বাইরে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।"

teachers protest police lathicharge