এক ঘণ্টায় ৩ খুন! তিহাড়ের ভয়ংকর গ্যাংস্টার আশ্রয় নিল কলকাতায়, শেষে ধরা পুলিশের জালে

দিল্লির তিহাড় জেল ভেঙে পালানো ২০ মামলার আসামি সোহরাবকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এক ঘণ্টায় ৩ খুনকারী কুখ্যাত গ্যাংস্টার রিপন স্ট্রিটের লজে লুকিয়ে ছিল। জেরা করে খোঁজা হচ্ছে বড় নেটওয়ার্ক।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested 123


নিজস্ব সংবাদদাতা:  কলকাতার রিপন স্ট্রিটের একটি লজ থেকে গ্রেফতার হল তিহাড় জেল ভেঙে পালানো কুখ্যাত গ্যাংস্টার সোহরাব। দিল্লির মোস্ট ওয়ান্টেড এই অপরাধীর বিরুদ্ধে রয়েছে কমপক্ষে ২০টি মামলা, যার মধ্যে রয়েছে ছয়টি খুনের অভিযোগ। আরও চমকে দেওয়ার বিষয়— পুলিশ জানাচ্ছে, মাত্র এক ঘণ্টার মধ্যেই তিন জনকে খুন করে সে সেখান থেকে উধাও হয়ে যায়। সেই নৃশংস খুনের পর থেকেই তাকে খুঁজছিল দুই রাজ্যের পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তিহাড় জেল থেকে দুঃসাহসিকভাবে পালানোর পর কলকাতাকেই সেফ জোন হিসেবে বেছে নিয়েছিল সোহরাব। ছদ্ম পরিচয়ে শহরের একটি লজে কয়েকদিন ধরে লুকিয়ে ছিল সে। রাতের দিকে বাইরে বেরোত, আর দিনের বেলা লুকিয়ে থাকত ঘরের ভিতরে।

সন্দেহ হয় লজের কয়েকজন কর্মীর। তাদের কথাবার্তা পুলিশের কাছে পৌঁছাতেই শুরু হয় নজরদারি। কয়েক ঘণ্টারই অভিযান, আর তাতেই ধরা পড়ে দেশের এক ভয়ংকর পলাতক অপরাধী।

arrested a

গ্রেফতারের সময় তার কাছে পাওয়া যায় ভুয়ো পরিচয়ের কাগজপত্র, মোবাইল, এবং কয়েকজন দাগী অপরাধীর সঙ্গে যোগাযোগের প্রমাণ। পুলিশ মনে করছে, কলকাতাতেই সে হয়তো নতুন নেটওয়ার্ক গড়ার চেষ্টা করছিল।

দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সোহরাবের বিরুদ্ধে থাকা খুনের মামলাগুলি এতই নৃশংস যে তাকে ধরতে বিশেষ দল তৈরি হয়েছিল। কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করেই তাকে পাকড়াও করা গেছে।

তদন্তকারীরা বলছেন, সোহরাবের কলকাতায় উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় সতর্কবার্তা। তার সঙ্গে আর কারা লুকিয়েছিল, বা তার পালানোর পিছনে বড় কোনও চক্র কাজ করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ মুহূর্তে সোহরাবকে জেরা করে পুলিশ চেষ্টা করছে আরও বড় নেটওয়ার্কের সন্ধান পেতে। বহু খুন, লুঠ, হামলা— সব মিলিয়ে দেশের এক ভয়ঙ্কর অপরাধীর কলকাতায় গ্রেফতারে স্বস্তির নিশ্বাস ফেলেছে দুই রাজ্যের পুলিশই।