/anm-bengali/media/media_files/2025/05/17/Fu5zKcfYISwGbb4eEU0B.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আশার শেষ আশ্রয় এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ার পর, নিজেদের দাবি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন। এই দাবিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও আইনি প্রশ্ন।
সম্প্রতি চাকরিহারাদের এক প্রতিনিধিদল আলিপুরদুয়ারে জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। চাকরিহারাদের দাবি, প্রধানমন্ত্রীর কাছেই তাঁরা তাঁদের দাবি জানাতে চান। কারণ – “হাইকোর্টের রায়ে যখন প্যানেল বাতিল হয়েছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি একটি লিগ্যাল সেল গঠন করবেন। এখন তো পুরো প্যানেলই বাতিল হয়ে গেছে। আমরা শুধু চাই, যোগ্যদের চাকরি যেন না যায়”।
/anm-bengali/media/media_files/2025/05/16/1sCl35h8X7bgNJ8eZu4c.jpg)
অবশ্য অন্যদিকে, এই আবেদনের সম্ভাব্য ফলাফল নিয়ে সতর্ক করেছেন বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, এই পথে হাঁটা “চাকরিহারাদের সর্বনাশ” ডেকে আনতে পারে।
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আবেগ যতই সঙ্গত হোক না কেন, আইনের সীমারেখা স্পষ্ট। প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও, সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করার কোনও সাংবিধানিক উপায় নেই। এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেন চাকরিহারা আন্দোলনকারীরা, তা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে—বিশেষ করে যোগ্য চাকরিপ্রার্থীদের ন্যায়ের দাবি আদায়ের ক্ষেত্রে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us