বারবার আক্রান্ত ইডি, ঝরল রক্ত, এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা

উত্তর চব্বিশ পরগণা জেলার সন্দেশখালি এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় শনিবার তিনটি এফআইআর দায়ের করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
CALCUTTA HC.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালি ও বনগাঁয় আক্রান্ত হয়েছে ইডি (ED)। এদিকে এই ঘটনায় এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। হাইকোর্টেপ্রধানবিচারপতিরদৃষ্টিআকর্ষণ করা হল। জনস্বার্থমামলা (PIL) করলেনবিজেপিপন্থীআইনজীবীদের একাংশ। এদিকেজনস্বার্থমামলাদায়েরেরঅনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।বৃহস্পতিবারহবেশুনানি।