ষষ্ঠীতেই পকেটে লাগবে আগুন! জেলায় জেলায় বাড়ল দাম

পুজোর শুরুতেই তরতর করে বেড়ে গেল দাম। পেট্রোল আর ডিজেল দাম আজ জেনে নিন কত টাকায় বিক্রি হচ্ছে নানা জেলায় আর কোথায় সস্তায় পাবেন। এখানে ক্লিক করুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
petrol

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় আজ পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেছে। তবে এর পাশাপাশি আবার আজকেই উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, হাওড়া, হুগলি, বীরভূমে পেট্রোল ও ডিজেলের দাম কমে গিয়েছে। 

আলিপুরদুয়ারে আজ পেট্রোল লিটার পিছু ১০৭.২৬ টাকা ও ডিজেল বিকোচ্ছে ৯৩.৯০ টাকায়। বাঁকুড়ায় পেট্রোল ১০৬.৪৪ টাকা ও ডিজেল লিটার পিছু ৯৩.১৫ টাকা। বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৩০ টাকা ও ডিজেলের দাম ৯৩.০২ টাকা। কোচবিহারে পেট্রোল বিক্রি হচ্ছে ০৭.৫১ টাকায় ও ডিজেল বিক্রি হচ্ছে ৯৪.১৪ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩০ এবং ১০৬.৩৬ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৩.০১ এবং ৯৩.০৭ টাকায়।

দার্জিলিংয়ে পেট্রোল ১০৫.৭৬ টাকা ও ডিজেল ৯২.৫১ টাকায় পাওয়া যাচ্ছে। হুগলিতে আজ পেট্রোল লিটার পিছু ১০৬.৩৫ টাকা ও ডিজেল ৯৩.০৬ টাকা। জলপাইগুড়িতে পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা ও ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০২ টাকায় বিক্রি হচ্ছে। মালদায় পেট্রোলের দাম ১০৫.৯১ টাকা ও ডিজেলের দাম ৯২.৬৫ টাকা। ঝাড়গ্রামে পেট্রোল ১০৭.০৮ টাকায় ও ডিজেল ৯৩.৭১ টাকায় পাওয়া যাচ্ছে।

কলকাতাতে আজ পেট্রোল ও ডিজেলের দামে কিছু পরিবর্তন আসেনি। শহরে পেট্রোল পাওয়া যাচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকায় ও ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। কালিম্পঙে পেট্রোলের দাম ১০৫.৯৮ টাকাও ডিজেলের দাম ৯২.৭১ টাকা। হাওড়ায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৮৮ টাকায় ও ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৫৬ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোল ১০৬.২৮ এবং ১০৬.৪৮ টাকা করে ও ডিজেল বিকোচ্ছে ৯৩ এবং ৯৩.১৮ টাকায়।

আজ নদিয়ায় পেট্রোল লিটার পিছু ১০৬.৫৯ টাকায় পাওয়া যাচ্ছে ও ডিজেল পাওয়া যাচ্ছে ৯৩.২৯ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৩৭ ও ১০৬.২২ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০৫ এবং ৯২.৯১ টাকায় পাবেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রোল ১০৬.৫৭ এবং ১০৬.২৬ টাকায় ও ডিজেল ৯৩.২৭ এবং ৯২.৯৯ টাকায় পাবেন। পুরুলিয়ায় পেট্রোল বিকোচ্ছে ১০৭.৩৮ টাকায় ও ডিজেল বিক্রি হচ্ছে ৯৪.০৩ টাকায়।

hiring.jpg