/anm-bengali/media/media_files/N0U8Ur2bJoJUJF7Z4shE.jpg)
নিজস্ব সংবদাতা: ফুচকা মানেই জিভে জল আসতে বাধ্য। আর এই পুজোর মরশুমে ফুচকা টপাটপ খায় না, এমন বাঙালি খুজে পাওয়া দায়। কাঁচা পেঁয়াজ, লঙ্কা, ছোলা দিয়ে মাখা আলুর পুর আর টক ঝাল তেঁতুলের জল সব মুখে দেওয়া মাত্র যেন স্বর্গীয় অনুভূতি হয়। তবে এবার এই ফুচকা নিয়েই বেশ বিপত্তি।
সপ্তমী পার হতে না হতেই মাথায় হাত দিয়ে চিন্তায় দিন কাটাচ্ছে একদল মানুষ। এই লোভনীয় স্ট্রিট ফুডকেই পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে বেহালার নতুন দল। শিল্পী অয়ন সাহা তার পুজো থিম 'তুষ্টি'কে বাস্তবায়িত করতে বেছে নিয়েছিলেন ফুচকা। আর তাকে সঙ্গ দিয়েছিল দুই ওলন্দাজ শিল্পী। মণ্ডপে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত সবটাই কেবল ফুচকা দেখা যাচ্ছে। এই গোটা মণ্ডপ সাজাতে প্রায় ১ লাখেরও বেশি ফুচকা জোগাড় কোরতে হয়েছ। আর এবার দেখা দিয়েছে নতুন সমস্যা। আলুমাখা, তেঁতুল জল না থাকলেও শুধু ফুচকা দেখেই লোভ সামলাতে পারছে না অনেকেই। তাঁরা ঐ ফুচকা খেয়ে ফেলেছেন কি না তা জানা যায়নি, তবে ফুচকা খুলে নেওয়া হয়েছেন অনেকগুলোই। সপ্তমী পার হতে না হতেই মণ্ডপ থেকে প্রায় অর্ধেক ফুচকা উধাও হয়ে গেছে বলে অভিযোগ। দর্শকরা নাকি মানেনি কোনও নিষেধাজ্ঞা। আর তাতেই চিনে পড়ে গেছে পুজো কমিটি।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us