New Update
/anm-bengali/media/media_files/4PcA4P9edGfrxhd1MBFC.jpg)
নিজস্ব সংবাদদাতা: জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আঙুল ফোলা থাকায় তাঁর আঙুল থেকে আংটি খোলা সম্ভব হয়নি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আংটিকাণ্ড (Finger Ring) নিয়ে বুধবার আদালতে এমনটাই দাবি করলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Jail) সুপার (Jail Super) দেবাশিস চক্রবর্তী। কলকাতা নগর দায়রা আদালতের (Court) বিচারকের প্রশ্ন, "৯ মাসেও কেন সেই আংটি খোলা গেল না? আদালতের তরফে ৯ মিনিটে তা করে ফেলা গেল"। ওদিকে পার্থর যুক্তি ছিল অন্য। তিনি দাবি করেন, স্বাস্থ্যের কারণেই ওই আংটি পরে রয়েছেন। তাঁকে নাকি জেলে কেউ আংটি পরতে বারণ করেননি। সেই আংটিকাণ্ড নিয়েই দেবাশিসকে ডেকে পাঠানো হয়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us