একটুর জন্য ফসকে গেল পুজো! প্রাথমিক দুর্নীতি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের

প্রাথমিক দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়।

author-image
Tamalika Chakraborty
New Update
Partha

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি শুভ্রা ঘোষের আদালত বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে শর্তসাপেক্ষে এই জামিন দেওয়া হয়েছে।

12

আদালত জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে নিজের পাসপোর্ট জমা দিতে হবে। এছাড়া মাসে অন্তত একবার তাঁকে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করে হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ না মানলে জামিন বাতিল হতে পারে বলেও জানানো হয়েছে।

দীর্ঘ দিন ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল আলোড়ন পড়েছে।