ফের পুরনো বাড়ি ভেঙে বিপত্তি কলকাতায়!

জানা গিয়েছে, বিপজ্জনক বাড়িটিতে ৭০-৮০ জন থাকেন। একটি ট্রাস্টি পরিচালিত বাড়ি। মূলত, রামরিক হাসপাতালে এক সময় চাকরি করতেন এরকম লোকজনের আত্মীয়স্বজনরা এখানে থাকেন।

mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শহরে আরও এক বিপজ্জনক বাড়ির চাঙড় ভেঙে বিপত্তি। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা এলাকার ৭১ নম্বর ওয়ার্ডে রামরিক হাসপাতালের কাছে একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে। এক বৃদ্ধা আটকে পড়েন বাড়িতে। তাঁকে বের করে আনা হয়েছে। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও ডিএমজি। এখানকার বাসিন্দাদের পুনর্বাসনের ঘোষণাও করা হয়েছে। কিন্তু বাসিন্দারা এই বাড়ি ছাড়তে চান না বলে অভিযোগ করেন ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং।

আটকে পড়া বৃদ্ধা বলেন, "আমি রুটি করছিলাম। হঠাৎই বিশাল চাঙড় ভেঙে পড়ে। আমি তখন একাই ছিলাম বাড়িতে। চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নেমে আসি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি তখন একাই ঘরে ছিলাম। মেয়ে আর নাতনি গিয়েছিল দোকানে। স্বামীও বাইরে ছিলেন। খবর পেয়ে ছুটতে ছুটতে আসে। আমার ঘরে একটা পাখি আছে। ওকে তুলতে গিয়ে আমার হাতে লাগে।"