দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের পরিত্যক্ত বিল্ডিং পড়ল ভেঙে

বাস করত অনেকেই।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-31 at 7.26.38 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিং- এর সামনের দিকের কিছুটা অংশ ভেঙে পড়ে। বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে কিছু ভবঘুরে মানুষ থাকতেন। তবে এর মধ্যে কারুরই হতাহতের কোনো খবর নেই। শহরে একটানা প্রবল বর্ষণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে বলে পুলিশ সূত্রে খবর। ৫০ বছর ধরে প্রায় ৬টি পরিবার এখানে থাকতো। পুরসভার নোটিশ দেওয়া সত্ত্বেও যেহেতু তাদের যাওয়ার জায়গা ছিল না তাই এখানেই তারা বসবাস করছিলেন। আজ সকাল ৯:০০টা নাগাদ পরিবারের লোকজন যখন ঘুমাচ্ছিলেন ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। পরবর্তীতে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বাস দেন যে তাদের বাড়ি এবং পুনর্বাসনেয় ব্যবস্থা করে দেওয়া হবে।

Screenshot 2025-07-31 192945