/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এবার কংগ্রেসকে মীরজাফর বলে নিশানা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2025/04/24/ivLp9xiSxTRFfHcKBeA3.png)
তিনি বলেছেন, "ভারতের লড়াই শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও এক যুদ্ধ চলছে।
বাইরে পাকিস্তান, আর ভেতরে লুকিয়ে থাকা ‘নেতৃত্বের মুখোশে’ কিছু মীরজাফর — যাদের নাম কংগ্রেস!
কংগ্রেসের পাকিস্তান প্রেম: ইতিহাসে নজর দিন ।
1940:
গান্ধীজির তোষণনীতি আর নেহরুর অহংকারের ফল — দেশভাগ। পাকিস্তানের জন্ম আর লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের মৃত্যু।
1950s-60:
নেহরু বলেছিলেন, “অক্সাই চিনে ঘাসও জন্মায় না।”
এই অবহেলার মাশুলে ভারত হারায় হাজার হাজার কিমি জমি চীনকে।
1971:
বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত যখন জয়ের শিখরে, তখনও ইন্দিরা গান্ধী পাকিস্তান-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করেন।
পরিণাম — সিমলা চুক্তি ও আজকের বিভ্রান্তিকর 'লাইন অফ কন্ট্রোল'।
বর্তমান যুগে আরও বিস্ময়কর ঘটনা:
2015:
মনিশঙ্কর আয়ারের পাক টিভিতে মোদিকে সরানোর অনুরোধ — যেন ভারতীয় রাজনীতি পাকিস্তানের হাতে তুলে দেওয়া!
2022:
‘ভারত জোড়ো যাত্রা’-য় ওঠে "পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান। FIR পর্যন্ত দায়ের হয়।
2024:
আবারও মনিশঙ্কর আয়ার পাকিস্তানের পারমাণবিক শক্তিকে শ্রদ্ধা জানানোর বার্তা!
BK হরিপ্রসাদ বলেন, "পাকিস্তান আমাদের শত্রু নয়!"
সাম্প্রতিক মন্তব্য:
কর্ণাটকের মুখ্যমন্ত্রী Siddaramaiah বলেন, “পাকিস্তানের সাথে যুদ্ধে যাওয়ার দরকার নেই।”
আর প্রাক্তন জলসম্পদ মন্ত্রী Saifuddin Soz বলেন, “কাশ্মীরে হিন্দু হত্যা নিয়ে পাকিস্তানের বক্তব্য মানা উচিত ভারতের।”
প্রশ্ন একটাই:
যাঁরা ভারতের বিরুদ্ধে কথা বলেন, পাকিস্তানের পক্ষে সুরে সুর মেলান — তাঁরা ভারতীয় নেতা, না পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর?
পাকিস্তান যদি ভারতের বাহ্যিক শত্রু হয়, তবে এই ‘নেতা’রাই ভারতের ভিতরের শত্রু।
ভারত সতর্ক হোক। ইতিহাস ভুললে ভবিষ্যৎ বিপদ ডেকে আনবে।"
তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
congress | pakistan
ভারতের লড়াই শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও এক যুদ্ধ চলছে।
— Tarunjyoti Tewari (@tjt4002) April 28, 2025
বাইরে পাকিস্তান, আর ভেতরে লুকিয়ে থাকা ‘নেতৃত্বের মুখোশে’ কিছু মীরজাফর — যাদের নাম কংগ্রেস!
কংগ্রেসের পাকিস্তান প্রেম: ইতিহাসে নজর দিন ।
1940:
<blockquote class="twitter-tweet"><p lang="bn" dir="ltr">ভারতের লড়াই শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও এক যুদ্ধ চলছে।<br><br>বাইরে পাকিস্তান, আর ভেতরে লুকিয়ে থাকা ‘নেতৃত্বের মুখোশে’ কিছু মীরজাফর — যাদের নাম কংগ্রেস!<br><br>কংগ্রেসের পাকিস্তান প্রেম: ইতিহাসে নজর দিন ।<br><br>1940:<br><br>গান্ধীজির তোষণনীতি আর নেহরুর অহংকারের ফল — দেশভাগ। পাকিস্তানের জন্ম আর… <a href="https://t.co/Vm94TyDKEm">pic.twitter.com/Vm94TyDKEm</a></p>— Tarunjyoti Tewari (@tjt4002) <a href="https://twitter.com/tjt4002/status/1916921159733678117?ref_src=twsrc%5Etfw">April 28, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
গান্ধীজির তোষণনীতি আর নেহরুর অহংকারের ফল — দেশভাগ। পাকিস্তানের জন্ম আর… pic.twitter.com/Vm94TyDKEm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us