আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সহানুভূতির অতল সাগর- বিজেপি নেতার মুখে এ কোন সুর? বাংলার বড় বিজেপি নেতার বড় বার্তা

বাংলার বড় বিজেপি নেতার বড় বার্তা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
z

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীকে নিয়ে ট্যুইট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি। 

তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, "সহানুভূতির দোকানদার!

একজন সাধারণ দোকানদার যেমন তার খদ্দেরদের প্রতি সহানুভূতিশীল হন, ঠিক তেমনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সহানুভূতির অতল সাগর!

কে বলেছিল রাজ্যে যোগ্যতার ভিত্তিতে চাকরি মেলে? এখানে তো নিয়ম হচ্ছে—টাকা দাও, চাকরি নাও। আর এই "চাকরি চোর"দের জন্য মমতার মন কাঁদে! কারণ ওরা শুধুমাত্র চাকরি চোর নয়, টাকার থলিও বটে।

দুর্নীতি যখন প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে, তখন সে দুর্নীতির ফসলকেও তো আগলে রাখতে হয়—এটাই তো রাজনৈতিক নৈতিকতা! মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এই চিহ্নিত অবৈধ চাকরিপ্রাপ্তরা এখন বিশেষ "সহানুভূতির তালিকায়"। তিনি বলছেন, "তাদের অন্য দপ্তরে সুযোগ করে দেবেন।"

প্রশ্ন উঠছে — চিহ্নিত চাকরি চোরদের আপনি কোন যুক্তিতে আর কোথায় পুনর্বাসন দেবেন, মাননীয়া?
আর বলছেন সুপ্রিম কোর্ট নাকি বলেছে ব্যবস্থা করতে! কই? কোন অর্ডারে? কোন পর্যবেক্ষণে?
কোনো রায়েই তো এমন নির্দেশ নেই। তাহলে মুখ্যমন্ত্রী নিজেই কি বিচারপতি হয়ে গেছেন?

মানি, ওরা টাকা দিয়েছিল। তবুও, টাকার বিনিময়ে নৈতিকতা বিকিয়ে দেওয়ার লজ্জা কি এতটাই সস্তা হয়ে গেল, মাননীয়া?

এই রাজ্য আজ প্রশ্ন করছে —
চাকরি চোরদের বাঁচাতে আপনি কতদূর যাবেন?
আর সত্যের মুখোমুখি হতেই বা কতটা ভয় পান?"

mamata banerjee laugh

তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।