নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের আটকাতে লোহার ব্যারিকেট তৈরি করেছিল পুলিশ। ডাক্তারদের শান্তিপূর্ণ প্রতিবাদ সেই ব্যারিকেড খুলতে বাধ্য করা হয়েছে পুলিশকে। পরে অবশ্য পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি পুলিশ কমিশনারের হাতেই তুলে দেয় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আর সেই মুহূর্তে মেদিনীপুর শহরে এক গণমিছিল করল জুনিয়র ডাক্তারসহ আপামর জনসাধারণ। তাদের দাবি একটাই, ' অভয়ার ' বিচার চাই। তবে কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান অব্যাহত থাকবে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুস্তাফিজুর রহমান মল্লিককে মেদিনীপুর মেডিকেল থেকে বহিষ্কার করার জন্য আন্দোলনের জয়ও দেখছেন তারা। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মিছিল বের করেন জুনিয়র ডাক্তাররা। তাতে পা মেলান সিনিয়র চিকিৎসক, নার্সসহ সাধারণ মানুষও। প্রতিবাদী স্লোগান ও গানে মুখরিত হয়ে ওঠে মেদিনীপুর শহরের রাজপথ। এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন কলকাতা থেকে আসা বিভিন্ন চিকিৎসকরাও।
মিছিল ঘিরে অন্যান্য দিন যেভাবে পুলিশের নিরাপত্তা দেখা যেত শহরের বিভিন্ন মোড়ে, এদিন সেই চিত্র ধরা পড়েনি। তবে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর ছিল ট্রাফিক পুলিশ। এই মিছিল থেকে বাড়িতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।যার নাম দেওয়া হয়েছে " বিচার পেতে আলোর পথে "।
আজ বুধবার রাত্রি ন'টা থেকে দশটা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে আন্দোলনকে সংহতি জানানোর বার্তা দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। আজ মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সন্ধ্যা সাতটা থেকে ওই কর্মসূচিকে সংহতি জানাতে মানববন্ধন করবেন।
এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, পাশাপাশি জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে, ' অভয়া ক্লিনিকে ' দুদিনে আড়াই হাজারেরও বেশি মানুষকে আউটডোর পরিষেবা দেওয়া হয়েছে।