/anm-bengali/media/media_files/XuuS2aTIAIBIwO6gcw3D.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ধর্ষণ ও হত্যার ঘটনার পরের দিন সন্দীপ ঘোষ বড় নির্দেশ দিয়েছিলেন বলে জানানো হল বঙ্গ বিজেপির তরফে। এই মুহূর্তের শোরগোল ফেলে দেওয়া তথ্য সামনে আনল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির তরফে ট্যুইট করে বলা হয়েছে, "চমকপ্রদ নতুন প্রমাণ! আরজি কর মেডিকেল কলেজের অসম্মানিত প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, এক তরুণী ডাক্তারের ভয়ঙ্কর ধর্ষণ ও হত্যার ঠিক একদিন পর, ১০ আগস্ট টয়লেট সংস্কারের নির্দেশ দিয়েছিলেন৷ ওয়েস্ট বেঙ্গল সরকার, কলকাতা পুলিশ এবং হাসপাতাল সরাসরি মিথ্যা বলেছে, তাদের লজ্জাজনক যোগসাজশ ঢাকতে অপরাধের আগে কাজ শুরু হয়েছে বলে দাবি করেছে। এটি প্রমাণ ধ্বংস এবং অপরাধীদের রক্ষা করার একটি নির্লজ্জ প্রচেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার সিপি বিনীত গোয়েল এই ষড়যন্ত্রে নতজানু। তাদের অবিলম্বে পদত্যাগ অ-আলোচনাযোগ্য। বিচার না হওয়া পর্যন্ত জনগণ শান্তি পাবে না! আমরা সর্বস্তরে এই দুর্নীতি উন্মোচন অব্যাহত রাখব"। বঙ্গ বিজেপির তরফে এই পোস্ট ঘিরে চরম শোরগোল শুরু হয়েছে।
SHOCKING new evidence! Dr. Sandip Ghosh, disgraced former Principal of RG Kar Medical College, ordered toilet renovations on 10th Aug, just ONE DAY after the horrifying rape and murder of a young lady doctor. WB Govt, Kolkata Police, and the hospital LIED outright, claiming work… pic.twitter.com/XjdKfhK0xI
— BJP West Bengal (@BJP4Bengal) September 5, 2024